![]() |
Answer to the first-week assignment of SSC 2021 Politics |
এসএসসি ২০২১ পৌরনীতি প্রথম সপ্তাহের এস্যাইনমেন্টের উত্তর
শ্রেণি | এসএসসি ২০২১ |
বিষয় | পৌরনীতি ও নাগরিকতা |
পত্র | ১ম |
সপ্তাহ | প্রথম |
সাল | ২০২১ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.dshe.gov.bd |
অ্যাসাইনমেন্ট উত্তর পেতে | www.asmuiktharwat.blogspot.com |
এসএসসি পরীক্ষা ২০২১ পৌরনীতি ও নাগরিকতা ১ম এ্যাসাইনমেন্ট
সকল শিক্ষা বোর্ডের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের বিস্তারিত নিচের ছবিতে উল্লেখ করা হলো।
দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ: বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়-
ক) বংশ গণনা ও নেতৃত্তের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার;
পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার;
বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নিক, বহুপত্নীক ও বহুপতি পরিবার।
বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কেন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যাকরণ।
শিখনফল/ বিষয়বস্তু:
পরিবার সমাজ রাষ্ট্র ও সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবো
পরিবার সমাজ রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ করতে পারব
নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি):
পাঠ্যপুস্তক/ শিক্ষক (মোবাইল/ অনলাইনে) যোগাযোগ করে নেওয়া যেতে পারে
প্রয়োজনে ইন্টারনেট থেকে ও সহায়তা নেওয়া যেতে পারে
পরিবারের ধরন ব্যাখ্যা করতে হবে
পরিবারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে হবে
পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে
যৌথ পরিবারের হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে হবে
আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে
আপনি যদি এই post পছন্দ করেন বা কিছু শিখে থাকেন বলে মনে হয়, তবে দয়া করে এই পোস্টটি Social Networks যেমন Facebook, Twitter এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে শেয়ার করুন।
হুবহু কপি করবেন না নিজে থেকে কিছু লেখার চেষ্টা করবেন। সবাই অবশ্যই বন্ধুদের মেনশন করবেন ও শেয়ার করবেন।
এসএসসি ২০২১ পৌরনীতি ও নাগরিকতা প্রথম সপ্তাহের এস্যাইনমেন্টের উত্তর এখান থেকে শুরু
0 Comments