শাটল গল্প ০৬:
শাটল ট্রেনে একটা ভালো লাগার শুরু, শাটল ট্রেনেই শেষ হয়ে গেলো
আবির শাটল ট্রেনের জানালা দিয়ে বাইরের তাকিয়ে আছে, আজ 'ফুল মুন' মানে 'পূর্ণিমা!
দেখো," চাঁদটা আমাদের সাথে যাচ্ছে, চিৎকার করে বলতে গিয়েও থেমে গেলো।"
কারণ, আজ তার সাথে নাবিলা নেই, নাবিলার সাথে 'ফুল মুন' দেখার আনন্দই আলাদা ছিল।
নাবিলা যেমন চুপ চাপ, আবির ছিলো এর উল্টোটা।
মাছের মত সারাক্ষণ ছটফট করতো, আর বকবক করে নাবিলার কান ঝালাপালা করে ফেলতো।
প্রতিদিন ভার্সিটির ক্লাশ শেষ করে আবির প্রাইভেট পড়াতে শাটল ট্রেনে করে শহরে যেতো, ক্যাম্পাসে ফিরতে রাত হয়ে যেতো।
ইদানিং প্রতিদিন শাটল ট্রেনের পিছনের সিটে একটা মেয়েকে গুটিশুটি মেরে বসে থাকতে দেখে, মনে হয় সেও চট্টগ্রাম শহরে প্রাইভেট পড়াতে যায় ।
আবির ভালো লাগা নিয়ে আড় চোখে মেয়েটাকে দেখতো ,মেয়েটা মুখ ফিরিয়ে রাখলেও আবির বুঝতো কি যেনো এক ভালো লাগায় মেয়েটাও তাকে দেখতো কিন্তু বুঝতে দিতো না ।
আবির একদিন প্রচন্ড বৃষ্টিতে ক্যাম্পাসে ফিরতে শাটল ট্রেনে উঠে দেখে, বৃষ্টিতে কাক ভেজা হয়ে মেয়েটি অসহায়ের মতো জড়ো সড় হয়ে, ট্রেনের পিছনের সিটে বসে আছে।
দেখে আবিরের কেমন যেন মায়া হলো, ইচ্ছা করে আবির পাশের সিটে বসে গায়ে পড়ে কথা বললো,
"আপনি একদম ভিজে গেছেন, ঠান্ডা লাগবে দিয়ে কথা শুরু।"
নাম কি? নাবিলা।
কিসে পড়ে? আনার্স ফাষ্ট ইয়ার।
কোথায় থাকে ? মেয়েদের হলে।
কোথায় প্রাইভেট পড়াতে যায়? চট্টগ্রামের বহদ্দরহাটে একটা 'এসএসসি' পরীক্ষার্থী কে প্রাইভেট পড়ায়।
বাড়ি কোথায়? দিনাজপুর।
আবির নিমেষে সব জিজ্ঞেস করে ফেলে, এত কিছু বকবকানির পর আবির বলে," বিরক্ত হয়েছেন..!"
নাহ, "নাবিলা ছোট্ট করে উত্তর দেয় ।"
আবিরকে ভাল লাগে বলেই এত প্রশ্নের উত্তর দেয়া, নয়তো অপরিচিত একজনকে এত কিছু বলতো না।
এবার ছোট্ট করে বলে, "আপনি..?"
এবার আবির শুরু হয়ে যায় নিজের বৃত্তান্তে,
"আমি আবির, মাষ্টার্স ফাইনাল ইয়ার, বাড়ি সরাইল, থাকি হলে, হালি শহরে 'এইচএসসি' পরিক্ষার্থীকে প্রাইভেট পড়াই।
সেদিনের পর থেকে যে আগে ট্রেনে উঠে, তার পাশের সিটে ব্যাগ রাখা হয়।
একজন আরেক জনের জন্য জায়গা রাখে, প্রথম প্রথম অন্যরা ব্যাগ সরিয়ে বসতে যেতো।
এখন সবাই বুঝে গেছে কেউ আর ব্যাগ সরিয়ে বসতে চায় না...!
প্রানবন্ত আবির এক দন্ডও চুপ থাকতে পারতো না, প্রায়ই আবির গান বাজনা করতো। তার গানের গলা খুব সুন্দর ছিলো, আবিরের সাথে গানে সবাই গলা মিলালেও নাবিলা চুপ করে থাকতো।
একদিন আবির জিজ্ঞেস করলো, "আচ্ছা তুমি এত চুপচাপ বিষন্ন থাকো কেনো..?"
নাবিলা ছলছলে চোখে বললো," বাড়িতে বাবা অসুস্থ দু'ভাইবোন, বাবার পেনশনের টাকা দিয়ে সংসার চলে। নাবিলা প্রাইভেট পড়িয়ে নিজের পড়ার টাকা যোগাড় করে, ছোট ভাইটাও স্কুলে পড়ে। যে কোন সময় নাবিলার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে..!"
আবির নাবিলার মন খারাপটা বাড়িয়ে দিয়ে কথা ঘোরানোর জন্য জানালার বাইরে তাকিয়ে চিৎকার করে বললো," দেখো, "আজ 'ফুল মুন' 'পূর্ণিমার' চাঁদটাও আমাদের সাথে সাথে যাচ্ছে..!"
আবির প্রায়ই এদিক সেদিক নাবিলাকে খুঁজে কিন্তু শামুকের মত নিজের ভেতর গুটিয়ে থাকা নাবিলাকে পায় না, শুধু ক্যাম্পাস থেকে শাটল ট্রেনে আসা যাওয়ার পথেই দেখা হয়।
নাবিলার গল্পের বই পড়ার খুব শখ, ট্রেনে উঠেই যে কোন একটা বইয়ে মুখ ডুবিয়ে রাখতো। আবির বকবক করলে হু হা করে উত্তর দিতো।
একদিন নাবিলাকে 'এ্যানা ফ্রাংকের ডাইরী' পড়তে দেখে আবির বলে, "বইটা পড়া হলে আমাকে দিও, আমিও পড়বো।"
আজ আবির শাটল ট্রেনে উঠে পাশের সিটে ব্যাগ রেখে নাবিলার অপেক্ষায় থাকে, তবে নাবিলা এলো না।নাবিলার এক বান্ধবী আবিরের দিকে 'এ্যানা ফ্রাংকের ডাইরী' এগিয়ে দিলো।
আবির অবাক হয়ে যায়, "বইটা তো নাবিলা নিজেই দিতে পারতো..?"
বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টে আবিরের চোখ আটকে যায়। নাবিলার লেখা কালো অক্ষর গুলো আবিরের চোখ ঝাপসা করে ফেলছে।
নাবিলা লিখেছে " বাড়ি থেকে ফোন এসেছে বাবার অবস্থা খারাপ, বাবার শেষ ইচ্ছা হিসাবে গ্রামের মাতব্বরের প্রবাসী 'এসএসসি' পাস ছেলের সাথে আগামীকাল আমার বিয়ে।
পড়াশোনা পাগল আমি অনেক কষ্টে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলাম, পড়াশোনা নিয়ে আমার অনেক উচ্চাশা ছিলো।
মানুষের সব আশা পূরণ হয় না, কিছু অপূর্ণতা থেকে যায়।
পড়াশোনা নিয়ে আমার উচ্চাশাও এখানেই থেমে গেলো।
বাবা অসুস্থ হওয়ার আগে আমিও আপনার মতো উচ্ছল ছিলাম, তাই আপনার উচ্ছলতা আমার ভালো লাগতো।
আপনার গানের গলাও খুব সুন্দর..!
আমি জানি আসা যাওয়ার পথে আমার কথা আপনার মনে পড়বে, আমার কথা মনে পড়লে শাটল ট্রেনের জানালা দিয়ে চাঁদটা দেখবেন। আমি আকাশের চাঁদটার মত আপনার সাথে সাথে যাবো।
সব সময় উচ্ছল থাকবেন, আমার মত বিষন্নতা আপনাকে স্পর্শ না করুক,ভাল থাকবেন..।"
"শাটল ট্রেনে একটা ভালো লাগার শুরু, শাটল ট্রেনেই শেষ হয়ে গেলো....!"
~ সালমা রহী
#শাটল_গল্প
#shuttle_golpo
Shuttle Story 06:
Abir is looking out of the window of the shuttle train, today 'full moon' means 'full moon!
"Look," the moon is going with us, he stopped even as he shouted.
Because today Nabila is not with him, the joy of watching 'Full Moon' with Nabila was different.
As Nabila kept quiet, Abir was the opposite.
Like a fish, he used to squirm all the time, and his chatter would make Nabila's ears tingle.
Every day after finishing university classes, Abir would go to the city by shuttle train for private tutoring, it would be a night to return to the campus.
Lately, every day seeing a girl sitting in the back seat of the shuttle train, it seems that she also goes to Chittagong city for private teaching.
Abir used to look at the girl with a half eye, even if the girl turned her back, Abir could understand that the girl also looked at him but did not let him understand.
One day, Abir boarded the shuttle train to return to the campus in heavy rain and saw the girl sitting in the back seat of the train, drenched in rain.
Seeing how Abir was enchanted, he deliberately sat on the seat next to Abir and said,
"You're so wet, you're going to get cold."
What is the name? Nabila
What does it fall into? Honors Fast Year.
Where do you live? For girls.
Where to go to private lessons? An 'SSC' candidate is taught privately at Bahaddarhat in Chittagong.
where is home Dinajpur?
Abir immediately asks everything, after so much chatter, Abir says, "Bored..!"
"No," Nabila replied curtly.
Answering so many questions because Abir likes it, otherwise, he would not have said so much to a stranger.
Now he says, "You..?"
Now Abir starts with his resume,
"I teach 'HSC' candidates privately in Abir, Masters final year, Bari Sarail, Rakhi Halla, Hali town.
From that day on, whoever gets on the train first, had the bag kept on the seat next to him.
One made room for the other, the first others moved their bags and sat down.
Now everyone understands that no one wants to move the bag...!
Vibrant Abi could not remain silent for a single word, often playing Abi's song. Her singing voice was very beautiful, Nabila used to keep silent even though everyone was singing along with Abir.
One day Abir asked, "Well, why are you so silent and depressed..?"
Nabila said with sly eyes, "Father is sick and two siblings at home, the family runs on father's pension money. Nabila earns money for her education through private tutoring, younger brother also attends school. Any time Nabila's studies can stop..!"
Abir looked out of the window to divert Nabila's upset and shouted, "Look, today the 'full moon' and 'primary' moon are also going with us..!"
Abir often looks for Nabila here and there but never finds Nabila curled up in herself like a snail, only seen on the way to and from the campus on the shuttle train.
Nabila is very fond of reading storybooks. If Abir would chatter, he would reply with hu ha.
One day seeing Nabila reading 'Diary of Anne Frank', Abir said, "Give me the book if you read it, I will read it too."
Today, Abir boarded the shuttle train and left the bag on the next seat to wait for Nabila, but Nabila did not come. A friend of Nabila forwarded 'Diary of Anne Frank' to Abir.
Abir was surprised, "Nabila could have given the book herself..?"
Turning the first page of the book caught Abir's eyes. The black letters written by Nabila are blurring Abir's eyes.
Nabila wrote, "I got a call from home saying that my father's condition is bad, as my father's last wish, I am getting married tomorrow to the expatriate 'SSC' pass boy of the village mat bar.
Studying is crazy. I got the opportunity to study at Chittagong University with great difficulty.
All human hopes are not fulfilled, and some imperfections remain.
My ambition for education also stopped here.
I used to be as cheerful as you before Dad got sick, so I liked your cheerfulness.
Your singing voice is also very beautiful..!
I know you will remember me on the way to and fro, if you remember me you will see the moon through the window of the shuttle train. I will go with you like the moon in the sky.
Always be cheerful, don't let depression like me touch you, stay well…”
"A love affair started on a shuttle train, ended on a shuttle train...!"
~ Salma Rahi
আজকে ক্লাসে যাই নি, এক হাজার টাকার একটা নোটের কোণায় ছিড়ে গিয়েছে।টিউশন নাই,কিছু নাই তার উপর যদি এই অবস্থা হয় তাহলে তো অবস্থা খারাপ।মাসের শেষ সময় তার উপরে।
তো যে ব্যাংকে একাউন্ট আছে সেখানে গেলাম।সাহেব বাজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার বলল টাকাটা তো তিন টুকরো হয়েছে, আপনি এক কাজ করেন বাংলাদেশ ব্যাংকে যান।
তারপরে গেলাম বাংলাদেশ ব্যাংকে, সেখানে মার্জিত ভাবে বললাম, উনারা বলল সময় লাগবে কিছুক্ষণ বসেন,পাশের ডেস্কের এক ভদ্রলোক আমার চলাফেরা,আচার-আচরণ সবই খেয়াল করতেছিলো সেটি আবার আড়চোখে দেখে বুঝতেসিলাম উনি আমার সবকিছু ভারী মন দিয়ে গালে হাত দিয়ে চিন্তাশীল ভাবে দেখছে।
যখন একটু বসতে যাবো, উনি আমাকে ডাক দিলেন,যেয়ে সালাম দিলাম।জিজ্ঞাস করলেন বাসা কোথায়, কি করি এসব জিজ্ঞাস করছিলো।পরিচয় দিলাম,রাজশাহীতে কোন এক প্রাইভেট মেডিক্যালের ছাত্র জানার পর উনি তো একটু নড়ে-চড়ে বসে বললেন "আরে ভবিষ্যত ডাক্তার সাহেব যে,আমি আপনার চাল-চলন, কথা-বার্তা এসব কিছুই লক্ষ করছিলাম, আপনি হয়ত বুঝেছেন, কিছু মনে করবেন না মন হচ্ছিলো ভদ্র পরিবারের বা ভালো কিছু করেন"
এমনেই মন খারাপ,ঘুম হয় নি ঠিকমতন তার উপরে উনার কথা শুনতে আমি কিছুটা বিরক্তের সুরে বললাম "জ্বী" যেটা সত্যি সেটাই বললাম।
উনি তখন আমার যে টাকাটা ছিড়ে গিয়েছে সেটা পাশের ডেস্কে যেয়ে নিয়ে উনিই ৫ মিনিটের ভিতরে সব ফর্মালিটিস শেষ করে আমার পুরো এক হাজার টাকার আরেকটা চকচকে নোট দিলেন।
আমি "ধন্যবাদ,, এবং কৃতজ্ঞতা জানিয়ে চলে আসলাম"
আসতে আসতে ভাবলাম "আসলেই আল্লাহ্ সুবহান ওয়া তা'আলা আমাকে অনেক বড় একটা জায়গায় এনেছেন,আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এক চিলতে হাসি দিলাম আর বললাম "আল হামদু লিল্লাহ্ "

0 Comments