Ticker

6/recent/ticker-posts

Song Lyrics

song lyrics :
এখনো কি বাকি কিছু রয়ে গেছে
মাথা নিচু শহরের সারারাত-ছায়া
কুড়োবার, তবুও কি বাকি কিছু
রয়ে গেছে পিছুপিছু অকারণ
ছায়াদের ব্যথা জমাবার, ছায়াদের
নাম নেই আর শুধু ব্যথার পাহাড়..
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড় তবু
কুড়ে খায় ছায়ার অন্ধকার, বাকি
থেকে যায় মৃত সভ্যতার মাটির
গভীরে ব্যথার আবিষ্কার.. এখনওকি
বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
ছায়াপথে পিছু হারাবার, শহরের
গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা সব তোমার আমার, বেথ্যারাও
 বহুদূর হেঁটে এসে একা একা আগুন
পোহায় আলো নয়, তুমি আমি শুধু
ছায়া বহুকাল আগে জমা মেঘেদের
মুকাভিনয়। ব্যথাদের নাম নেই শুধু
ব্যথার পাহাড় ব্যথার শহরে শুধু ব্যথার
পাহাড়, তবু থেকে যায় মায়া জোছনা
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার

Post a Comment

0 Comments