শাটল গল্প: ০৮
এই জন্যই তো বলি চবির ছেলেরা এতো রোমান্টিক কেন?
বিয়ের তিন বছর পর আমার স্ত্রীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে ইচ্ছে করলো। সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রিলেশনশিপের সুবাদে আমি তার বিশ্ববিদ্যালয়ে মাসে একবার ঘুরে আসতাম তার সাথে। সে কখনো চ.বি. ক্যাম্পাস ঘুরে নাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার আবেগের জায়গা। চাকরির বয়সে এসেও, কখনো যদি কেউ পরিচিত হতে আসে এবং বলে, ভাইয়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, তখন কতটা যে ভালো লাগে তা কেবল প্রাক্তন চবিয়ানরাই বুঝবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু পেইজে বা গ্রুপে যখন চবি'র বর্তমান ছাত্র-ছাত্রীদের করা ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফিগুলো দেখি তখন আমার স্ত্রীর সাথে চ.বি'র কত স্মৃতিইনা রোমন্থন করি!
তার আশা পূরণ করার জন্য চবিতে তাকে ঘুরতে নিয়ে আসলাম। আমাদের তেমন ছুটি হয় না। তাই আসবো আসবো বলেও আসা হয় না। ২ দিনের ছুটি পেয়েছি। ভাবলাম তাকে নিয়ে আমার স্বপ্ন পুরীতে ঘুরে আসি। শাটলের অনুভূতি তার এই প্রথম। সময়টা তখন শীতকাল। জানুয়ারির শেষ সময়ে। ঘন কুয়াশায় আবৃত প্রকৃতি। সকাল সাড়ে আটটায় নিউমার্কেট থেকে শাটলে উঠলাম।
সকাল সাড়ে আটটার ট্রেণে একটু ভীড় হয়। একটি সীট পেয়েছি। জনাবাকে বসতে দিয়ে আমি দাড়িয়ে আছি। হঠাৎ আমার স্ত্রী পাশের একটা মেয়েকে বলে উঠল, আমাকে কি একটু জানালার পাশে দেয়া যাবে?
শাটলের মধ্যে কেউ কাউকে সীট দিয়ে দেয় না। মেয়েটা চমকে উঠল। আমি তাকে সব বললাম। মেয়েটা তখন হাসি-মুখেই জানালার পাশের সীটে তাকে বসতে দিল। উর্বশী জানালার পাশে বসে বাইরে মাথা দিয়ে বেশিক্ষণ টিকতে পারলো না। এতো কুয়াশা, এতো ঠান্ডা! ট্রেন যতক্ষণ ক্যাম্পাস না আসে, ততক্ষণ সে জানালায় বসে বাইরের প্রকৃতি দেখলো।
ক্যাম্পাসে নেমেই উর্বশী প্রথম যে কথাটা আমায় বলেছিল তা হলো, "এই জন্যই তো বলি চবির ছেলেরা এতো রোমান্টিক কেন?" আমি একটু হাসলাম, কেন? সে বলল, এমন সুন্দর প্রকৃতি এর আগে আমি কখনো উপভোগ করিনি। মার্কেটিং বিভাগের স্টুডেন্ট ছিলাম। তাই সবার আগে উর্বশীকে বিবিএ ফ্যাকাল্টিতে নিয়ে গেলাম। শহীদ মিনার, ঝুপড়ি, সেন্ট্রাল ফিল্ড ফরেস্ট্রী সব ঘুরালাম।
আজ সারাদিন ক্যাম্পাসেই কাটালাম। ছোট ভাই-বোনদের সাথে আড্ডা দিলাম। জুনিয়রদের ব্যবহারে বরাবরই মুগ্ধ। ভক্তি পেতে কার না ভালো লাগে। সময়টা সেদিন খুব খুব ভালো গিয়েছিল। জুনিয়রদের সাথে বসে কত স্মৃতিচারণ, কত পুরনো গল্প বলা হল। লক্ষ্য করছিলাম আমার চোখের কোণে পানি জমছে।
আসলে মানুষ তার বর্তমান সময়টাকে কেবল উপভোগ করে। কিন্তু বর্তমান সময় যখন অতীত হয়ে যায় তখন মানুষ সত্যিকারের অনুধাবন করে। হল জীবন, কটেজ জীবন, রাতের আড্ডা, সকালের ক্লাস, কলা ঝুপড়ির ফুল ভলিউম গলা ছেড়ে গান। আহা স্মৃতি।
ক্যাম্পাস থেকে সাড়ে নয়টার ট্রেণে শহর ফিরবো। তখন এতো মানুষ হয় না। শীতের চাদরে ঢেকে থাকা মেঘ বালিকার শহরটা তখন কুয়াশার বন্দনায় ব্যস্ত থাকে। সম্ভবত চারুকলার ছোট ভাই-বোনগুলো আমাদের বগীতে গান ধরেছিল। ওরে নীল ধরিয়া শাটল চলছে ধীরে ধীরে। আর চলছে ছোট ভাইগুলোর এমন ফোক গান। মনটা জুড়িয়ে গেল। ছোট ভাইদের কাছে গিয়ে বসলাম, গানে গলা মেলালাম। গান শেষে সবার সাথে পরিচয় হলাম, আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ে একসময় পড়তাম। এভাবে রাতের শাটল মাতিয়ে তুলতাম আমাদের বন্ধুরা। আজ তোমাদের দেখে খুব ভালো লাগছে।
ছোটভাইগুলো খুব খুশি হয়ে বলল, ভাইয়া একটা গান ধরেন প্লিজ। প্লিজ না বললেও গাইতাম। আমার খুব ইচ্ছে করছিল আগের সময়টায় ফিরে যেতে। কিন্তু কারই বা সাধ্য আছে পেছন চলিতে! গান ধরলাম, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
পরিবেশ তখন কিছুটা অন্ধকার। কিন্তু উর্বশী লক্ষ্য করতে পেরেছিল, আমার চোখ দিয়ে পানি পড়ছে। উর্বশী আমার মাথায় কাঁধ রেখে বলল, আজকের এই দিনটার জন্য আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ সঞ্জীব। ভাবছিলাম, ইশ সময় যদি ফুরায় না যেত, আমি হয়তো শাটলের সেই মাতাল গায়ক হতে পারতাম আবার। আহারে সময়! আফসোস!
সঞ্জীব সরদার
প্রবীণ ছাত্র, চবি।
#শাটল_গল্প
#shuttle_golpo
After three years of marriage, my wife wanted to go to Chittagong University. She was a student at Dhaka University. Because of the relationship, I visited his university once a month with him. He never Ch.B. Did not visit the campus.
Chittagong University is my emotional place. Even at the age of service, if someone comes to know you and says, "Brother, I am a student of Chittagong University", then only former Chabians will understand how much it feels like. When I see the photographs and videographies made by the current students of Chittagong University on some pages or groups of Chittagong University, how many memories of Ch. B do I have with my wife!
To fulfill his hopes, I took him for a ride in Chabi. We don't have that many holidays. Therefore, it is not even said that I will come. Got 2 days off. I thought to visit my dream, Puri, with him. This is his first time feeling the shuttle. It was winter. At the end of January. Nature is covered in thick fog. Got on the shuttle from Newmarket at 8:30 in the morning.
The 8:30 am train is a bit crowded. Got a seat. I am standing by letting the gentleman sit. Suddenly my wife said to a girl next door, can I be given a window?
No one gives a seat to anyone in the shuttle. The girl was shocked. I told him everything. The girl then smiled and let him sit on the seat next to the window. Urvashi sat by the window and could not stand for long with her head outside. So much fog, so cold! Until the train reached the campus, he sat at the window and watched nature outside.
The first thing Urvashi said to me when I got down to the campus was, "That's why Chabi boys are so romantic?" I smiled a little, why? He said I have never enjoyed such beautiful nature before. I was a student in the marketing department. So first of all I took Urvashi to the BBA faculty. I visited Shaheed Minar, Hut, and Central Field Forestry.
Today I spent the whole day on campus. Chatted with younger brothers and sisters. Always impressed with the use of juniors. Who does not like to receive devotion? The weather was very good that day. Sitting with the juniors, how many reminiscences, how many old stories were told. I noticed the tears in my eyes.
Actually, people only enjoy their present time. But when the present becomes the past, man realizes the truth. Hall life, cottage life, night chats, morning classes, banana shack full-volume songs. oh memory
I will return to the city by 9:30 train from the campus. There are not so many people then. The city of Cloud Balikar, covered in the blanket of winter, is busy in the mist. Perhaps the younger brothers and sisters of the arts took up singing in our compartment. Hey, the shuttle is moving slowly. And there is such a folk song of the younger brothers. The mind was filled. I went to the younger brothers and sat down, singing along. I met everyone after the song, I used to study at your university. This is how our friends used to beat the night shuttle. It's great to see you today.
The younger brothers were very happy and said, Brother, play a song, please. I would sing even if I didn't say please. I really wanted to go back in time. But who can afford to go back? I caught the song, that chat in the coffee house is no more today.
The atmosphere was a bit dark. But Urvashi could notice that my eyes were watering. Urvashi put her shoulder on my head and said, I am very grateful to you Sanjeev for this day. I thought, if time hadn't run out, I might have been that drunken singer on the shuttle again. Time to eat! Sorry!
Sanjeev Sardar
Senior student, Chabi.

0 Comments