Ticker

6/recent/ticker-posts

আমি সেদিন পুরো শাটলে কান্না করতে করতে ক্যাম্পাস গিয়েছিলাম

 শাটল গল্প: ০9

আমি সেদিন পুরো শাটলে কান্না করতে করতে ক্যাম্পাস গিয়েছিলাম


আমি সেদিন পুরো শাটলে কান্না করতে করতে ক্যাম্পাস গিয়েছিলাম

আমরা সবসময় একসাথে শাটলে আসা-যাওয়া করতাম। বাসা দু'জনেরই দেওয়ানহাট। আকিব সবসময়ই বলতো, আমরা কি ভাগ্যবান তাই না? একসাথে ক্যাম্পাসে যাই। একাসাথে শহরে ফিরি।

ও হ্যাঁ বলে রাখা ভালো। আমরা দু'জনই অর্থনীতি বিভাগে পড়ছিলাম। অর্থাৎ বাসা থেকে বের হওয়া ও বাসায় আসার মাঝখানের পুরোটা সময় আমাদের একসাথে থাকা হতো। শাটল ট্রেনেই আমাদের সবচেয়ে বেশি আবেগ জড়িত। প্রায় সময়ই আকিব আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত। ওর ঘুমের চেহারা এত মায়াবী!

আমার কাঁধে ওর হাত না দিয়ে বসলে ওর ভালো লাগতো না। আমারও না। আমি এই মানুষটার স্পর্শ অনুভব করা ছাড়া আর কোনো কিছুতে উচ্ছ্বসিত হতে পারি না। আকিব খুবই ইমোশনাল। বলতে গেলে সে যদি কখনো আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছে, ছেলেটা মন খারাপ করে ফেলে। মাঝে মাঝে ওর চোখে পানিও জমে। কিন্তু কখনো বলবে না যে, সিমী আমি এটা পছন্দ করি না। 

এই বিষয়টা আমার কতটা ভালো লাগে বুঝাতে পারবো না। শাটল ট্রেনে করে আসলে ক্লান্ত দেহ নিয়ে আকিবের কাঁধে আমিও মাঝে মাঝে ঘুমাতাম। অনুভব করতে পারতাম, সে আমার চুলগুলো গুছিয়ে দিচ্ছে। আমার হাতে চুমু খাচ্ছে। হয়তো বা ব্যাপারগুলো খুব কম্পলিকেটেড। কিন্তু আকিব আমাকে বুঝতো আমার চেয়ে বেশি। মাঝে মাঝে ভুল করলে বলতো এটা এভাবে না ওভাবে। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন মাচ টাইম। 

একটা কথা আছে সময় এবং স্রোত কখনো কখনো বিপরীতমুখী আচরণ করে থাকে হাওয়া বদলে গেলে। আমাদের সময়টাও হাওয়া বদলেছে। বাড়ি থেকে আমাকে খুব কঠিনভাবে জানানো হলো এক ইঞ্জিনিয়ারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার ইচ্ছে কখনো জানতেও চায়নি আমার পরিবার।

সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মনে হচ্ছিল আমার শ্বাস টান বাড়ছে। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তীব্র। আমার মাথায় ভাসছিল একটি চিন্তা, আমার আকিব এসব শুনলে ও বাঁচবে না। ডিরেক্ট মরে যাবে। আমি সেদিন পুরো শাটলে কান্না করতে করতে ক্যাম্পাস গিয়েছিলাম।

আকিব বার বার জিজ্ঞেস করছিল, কী হয়েছে আমাকে বলো সিমী। কিন্তু আমি পারছিলাম না। আমি কীভাবে বলি এসব? ও তো নিতে পারবে না। আমার আকিব এটা সহ্য করতে পারবে না। সেদিন ক্লাসে আকিব আমি একই টেবিলে বসেছিলাম। আকিবের খাতায় লিখলাম, আকিব তুমি কি আমাকে নিয়ে হারাতে পারবে?

মানে?

মানে, পালাতে পারবে?

কী বলছো এসব? মাথা ঠিক আছে তোমার। আমরা এসব করবো না বলে প্রমিজ করেছিলাম না সিমী? এখন কেন এমন বলছো? কী হয়েছে খুলে বলো আমাকে।

আমি আর সহ্য করতে না পেরে হঠাৎ মুখের উপর বললাম, আকিব আমার বিয়ে ঠিক হয়ে গেছে!

পৃথিবীর সব কোলাহল সেদিন নিস্তব্ধ পুকুরের জল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, কোথাও কেউ নেই, কোনো শব্দ নেই। আমি লক্ষ্য করলাম আকিবের চোখে ঝর্ণার স্রোত। সে বলল, তোমার আব্বুর সাথে আমি কথা বলি? আমি বললাম, বাবা আমাকে কেটে ফেলবে আকিব।

আকিব অনেকক্ষণ শান্ত ছিল। ভাবছিল কিছু একটা। অতঃপর শেষটা এমন হবে কখনো ভাবিনি। আকিব নিজেকে কন্ট্রোল করলো। নিজের চোখ মুছলো। বলল, সিমী বলোতো আমাদের সম্পর্ক কতদিন?  বললাম প্রায় আড়াই বছর। আকিব বলল, দেখো আমি সামান্য কিছু সময় ধরে তোমার পাশে। কিন্তু তোমার মা-বাবা তোমার পাশে আজ ২৩ বছর। বললাম, আকিব আমি তোমাকে চাই!

কথার উপর বলল, সিমী আমিও তোমাকে ঠিক সেভাবেই চাই, যা ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না। কিন্তু বাস্তবতা হলো এই পর্যায়ে আমরা যে সিদ্ধান্তটা নিবো সেটা সম্পূর্ণ ভুল। আমি চুপসে গেলাম। আকিবের চোখে অনবরত পানি। আমি বুঝতে পারছি, ছেলেটা কতটা কষ্ট নিয়ে এগুলো বলছে। সে বলল, সিমী!  আমার কতটা কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। আমি স্পষ্ট জানি, আমি তোমাকে হারাচ্ছি। এবং হারাবোই। যা নিশ্চিত। হাঠাৎ সবকিছু শান্ত।

নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আকিব বলল,  আমার সাথে আজ ক্যাম্পাস ঘুরবে?

রিকশা দিয়ে সেদিন শেষবার মানুষটার সাথে পুরো ক্যাম্পাস ঘুরেছি। কান্না করেছি পুরো সময়। আমাদের এক সাথে শেষ যাত্রা ছিল, সেদিনকার ৯ টা ৩০ মিনিটের শাটল। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো, এমন নিশ্চিত আয়োজন কখনো চোখের পানি আটকাতে পারে না। সেদিন মন খুলে কেঁদেছিলাম। সেদিনের শাটল জার্নি ছিল আমাদের প্রথম ও শেষ নিস্তব্ধতার জার্নি এবং সবচেয়ে নিষ্ঠুরতম পথচলা। এর আগে আমরা কখনো এতটা নিশ্চুপ ছিলাম না।

আজ ৩ বছর হলো। আকিবের সাথে আমার কথা হয় না। কোনো এক মাধ্যমে জেনেছি সে এখন লন্ডনে বিলং করছে। বেশ ভালো লাগলো শোনে। স্বপ্নবাজ মানুষরা কখনো অসফল হয় না। আকিবও হয়নি। হয়তো আমাদের সম্পর্কটা কন্টিনিউ হয়নি। কিন্তু আকিবের জন্য আমি অঝোর দোয়া করি। তার সেদিনকার সিদ্ধান্ত আজ আমাকে সুখী করেছে। আল্লাহর নিকট অশেষ কৃতজ্ঞতা।  এমন মানুষ সবার জীবনে আসুক। আমি সবসময় তাকে সম্মান করি। 

আমি জানি, আকিবের জীবনে যে আসবে সে নিশ্চিন্তে একটা মহান কপালের অধিকারী। আর হয়তো আকিবের সাথে শাটল চড়া হয়নি। কিন্তু আমি আজো মিস করি আকিবের সেই কথা, "সিমী! যদি শাটলের পথ কখনো শেষ না হতো, এবং পুরো শাটলে যদি তুমি আর আমি হতাম একমাত্র যাত্রী, তখন কি আমাদের ভালোবাসা বেড়ে যেত নাকি কমে যেত?" 

সেদিন তাকে কোনো উত্তর দেইনি, দিতে পারিনি। কিন্তু আজ উত্তর দিতে ইচ্ছে করছে, "আকিব! তুমি দূরে গিয়ে হয়ে আছো আমার সবচেয়ে নিকটে। তোমার ঘ্রাণ, তোমার হাসি, তোমার আমার পথচলা, শাটলের ক্লান্ত ঘুমের অনুভূতিগুলো আজ আমার সবচেয়ে আপন। সেদিন হয়তো পথ দীর্ঘ হলে আমাদের ভিতর বিরক্তবোধ চলে আসতো। কিন্তু তুমি আজ আমার সবচেয়ে কাছের কেউ। দোয়া করি, যেখানেই আছো ভালো থেকো।

সিমী চৌধুরী

সমাজবিজ্ঞান অনুষদ,চবি



We always shuttled together. The house is empty for both of them. Akib always said, are we lucky? Go to campus together. Back to town together.


It is better to say yes. Both of us were studying economics. That is, we had to stay together the entire time between leaving home and coming home. The shuttle train has the most emotional attachment to us. Aqib used to sleep with his head on my shoulder most of the time. Her sleeping appearance is so magical!


She didn't like sitting without her hand on my shoulder. Neither do I. I couldn't be more excited to feel this man's touch. Aqib is very emotional. To say the least, if she ever saw me talking to a boy, the boy would get upset. Sometimes tears accumulate in his eyes. But never say that Simi I don't like it.


I can't express how much I love this. I used to sleep sometimes on Akib's shoulder with my tired body in the shuttle train. I could feel her brushing my hair. kissing my hand Maybe things are too complicated. But Akib understood me better than I did. Sometimes if he made a mistake, he would say it was this way or that way. He is a very intelligent person many times.


There is a saying that times and currents sometimes behave in reverse when the wind changes. Our time has also changed. I was told very hard from home that my marriage with an engineer has been fixed. My family never wanted to know my wishes.


That day the sky fell on my head. I felt like I was getting short of breath. It was hard to breathe. A thought was floating in my head, my Akib will not survive if he hears this. Direct will die. I went to campus crying the whole shuttle that day.


Akib kept asking what happened to Simi. But I couldn't. How do I say this? He can't take it. My Aqib will not tolerate it. Akib and I were sitting at the same table in the class that day. I wrote in Akib's account, Akib, can you lose me?


mean?


I mean, can you escape?


What are you saying? Your head is fine. Did we promise not to do this Simi? Why are you saying that now? Tell me what happened.


I could not bear it and suddenly said to my face, Akib my marriage is fixed!


All the noises of the world turned into silent pond water that day. It seemed that there was no one anywhere, no sound. I noticed the fountain in Akib's eyes. He said I talk to your father? I said father will cut me Akib.


Akib was quiet for a long time. Was thinking about something. Then I never thought the end would be like this. Aqib controlled himself. He wiped his eyes. He said, Simi, how long is our relationship? I said about two and a half years. Aqib said, Look, I am with you for a little while. But your parents have been with you for 23 years. I said, Akib I want you!


Simi said in words, I also want you just like that, without which I can't imagine anything. But the reality is that the decision we take at this stage is completely wrong. I went silent. Akib's eyes are constantly watering. I understand how much pain the boy is in saying these things. He said, Simi! I can't explain how much it hurts. I know clearly, I'm losing you. and lose That's for sure. Suddenly everything is quiet.


Akib suddenly broke the silence, will you walk around the campus with me today?


I went around the whole campus with the man for the last time by rickshaw. I cried the whole time. It was our last ride together, the 9:30 a.m. shuttle that day. I will lose my loved one, such a sure arrangement can never stop the tears. I cried that day. That day's shuttle journey was our first and last silent journey and the most brutal. We have never been so quiet before.


It's been 3 years today. I don't talk to Akib. I have come to know through some means that he is now living in London. It sounds good. Dreamers never fail. Neither did Akib. Maybe our relationship did not continue. But I pray for Akib. His decision that day made me happy today. Thank you very much to Allah. Let such a person come into everyone's life. I always respect him.


I know whoever comes into Akib's life surely has a great forehead. And maybe the shuttle did not ride with Akib. But I still miss Akib's words, "Simi! If the shuttle never ended, and you and I were the only passengers in the entire shuttle, would our love have grown or diminished?"


I didn't answer him that day, I couldn't. But today I want to reply, "Aqib! You have gone far and become the closest to me. Your scent, your smile, your journey to me, and the feelings of the tired sleep of the shuttle are the dearest to me today. Maybe on that day, if the journey was long, we would have felt bored. But You are the closest person to me today. I pray that you are well wherever you are.


Simi Chowdhury


Faculty of Sociology, Chabi

Post a Comment

0 Comments