Ticker

6/recent/ticker-posts

ভিড়ের যন্ত্রণাগুলো নিমিষেই কেমন সুখে পরিনত হলো

 শাটল গল্প ০৭:

ভিড়ের যন্ত্রণাগুলো নিমিষেই কেমন সুখে পরিনত হলো


ভিড়ের যন্ত্রণাগুলো নিমিষেই কেমন সুখে পরিনত হলো

মৌমিতার সাথে আমার প্রথম দেখা শাটলে। ফুল গাছেই সুন্দর। আর সুন্দর প্রেমিকার খোঁপায়। তাও একটা ফুলের জীবন শেষ। ফুল ছেঁড়া আমার পক্ষে কখনো সম্ভব হতো না। আমি ফুল ছেঁড়ার পক্ষে না। যে যে প্রেমিক গুলো ফুল নিয়ে প্রেমিকার হাতে তুলে দিতো, সেই প্রেমিকগুলোকে এক একটা খুনি মনে হতো।

আমিও প্রেমে পড়লাম। পড়লাম চরম ভাবে। ক্লাস শেষে বাসায় ফিরবো। চারটার শাটলে ভিড় হয় অনেক। তাই আমি বাসে করেই যাই। সেদিন কেন যেন এতো ভিড়ের মাঝেও আমি উঠলাম শাটলে। বগির মাঝখানে একদল ছাত্র-ছাত্রী সুর তুলে গান ধরছে। কেউ কেউ হাসছে বন্ধুর সাথে, হয়তো বা কোনো মজার বিষয় নিয়ে। সীট নেই। দাড়িয়ে যেতে হবে। দাড়িয়ে আছি।

হঠাৎ নজর পড়লো দুটো চোখ আমায় আঁড়চোখে দেখছে। আমিও তাকালাম। কালো কালো চোখ। মায়া ভরা চাহনি। যে চোখের উপমা লিখতে গিয়ে কোনো কবি উচ্ছ্বসিত হয়ে শব্দ ভুলে গেছে। ভিড়ের যন্ত্রণাগুলো নিমিষেই কেমন সুখে পরিনত হলো। এ চোখে এ কেমন যাদু।

আবার তাকালাম। সেও তাকালো। ট্রেন ততক্ষণে ষোলশহর। সে ষোলশহর নামলো। আমার যাওয়ার কথা বটতলী। খুবই দ্বিধাদ্বন্দে ছিলাম। অতঃপর আর গেলাম না। আমিও নেমে গেলাম। আমি কখনো কোনো কিছুতে এতো আগ্রহ পাইনি। বাম-ডান সবদিকে তাকালাম। মেয়েটিকে খুঁজলাম। কোথাও আর দেখলাম না। শুধু এতোটুকু স্পষ্ট,  সে জলপাই রংয়ের কাপড় পড়েছিল।

অনেকটা হতাশ হয়েই বসেছিলাম ষোলশহর স্টেশনে। চা নিলাম। চা খেতে খেতে ফেইসবুকে স্ক্রল করতে থাকলাম। ঠিক এমন সময় একটা ছোট ছেলে পিঠ স্পর্শ করে বলল, ভাইয়া আপনাকে ওই আপুটি ডাকছে। আমি ফিরলাম। একি! সে তো সেই মেয়ে। কাছে গিয়ে বললাম, যদি হারিয়ে যাবেন, তবে এতোটা অনুভূতি নিয়ে তাকিয়েছিলেন কেন?

সে বলল, এটা আপনার একদিনের অনুভূতি। আমার তো ৫৭ দিন হলো। মানে? মানে হলো, আমি আপনাকে লক্ষ্য করছি তার সময় হলো, ৫৭ দিন। আমি নার্ভাস ছিলাম। আর কিছু বলিনি। বললাম, খিদা লাগছে চলুন কিছু খাই। সে বলল, আমি মৌমিতা। বললাম, আমি সৌমিক।

সেদিন সে আমাকে বলেছিল, আমি আপনাকে ৫৭ দিন ধরে খেয়াল করছি। আসলে আপনাকে আমার পছন্দ হয়েছিল। লক্ষ্য রাখছিলাম, কোনো মেয়ের সাথে মিশেন কি-না! বলেই ক্ষানিকটা হাসলো। বল্লাম, আমি মেয়েদের সাথে তত মেলামেশা করি না। ক্লাস করি চলে যাই। ক্যাম্পাসে থাকারও এতো সময় পাই না। টিউশন, কোচিং, এসব করাতে হয়।

এরপর থেকে আমি আর বাসে করে শহরে ফিরিনি। প্রত্যেকদিন শাটলে করে। মেয়েটার সাথে। ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আমরা এখন একজন আরেকজনকে তুমি করে বলি। আমি এমন সুন্দর  প্রশান্তির মুহুর্ত আর কখনো উপভোগ করিনি। সময়ের সব ক্লান্তি শেষে অন্তত তাকে নিয়ে ভাবতে বসাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহুর্ত।

২১-০৩-২০১৯। সেদিন ৪ টার শাটল মিস করলাম। তাই সাড়ে ৫টার শাটল ধরতে হলো। শাটলের শেষ বগিতে কোনো রকম উঠতে পারলাম। কিন্তু কখনো এমন দৃশ্য দেখার জন্য আমি শাটলে উঠি নাই। দেখলাম, মৌমিতা একটি ছেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। হাতে একটি অর্ধ শুকনো গোলাপ। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি মরে যাবো। আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছিল। এতগুলো সুন্দর মুহূর্ত চোখের সামনে ঝাপসা হয়ে ভাসছে। 

আমি সেদিন কোনো সিনক্রিয়েট করিনি। কারণ আমরা কখনো কাউকে ভালোবাসার কথা জানাইনি। এটা তার পছন্দ। পছন্দ পরিবর্তন হতেই পারে ভেবে নিয়ে সেদিন শাটল যাত্রা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করলাম। সময় যেন কাটছেই না। স্টেশনে আমরা সামনা-সামনি হয়েছিলাম শেষবার। সে চমকে উঠে বলল, আরে সৌমিক! কেমন আছো? বললাম, তোমার হাতের ফুলটা গাছে থাকলে সজিব থাকতো।

সে বলল, তার বান্ধবী দিয়েছে। আমি বললাম, বান্ধবীরা বুঝি খুনি হতে পারে? সে অবাক হয়ে বলল, মানে? বললাম, ফুল ছেঁড়ার মতো বাজে কাজটা কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করে। সেদিন আর কোনো কথা বলিনি। চলে এসেছি। বাসায় আসতে আসতে মৌমিতার ফেইসবুক আইডি এবং নাম্বার ব্লক করেছি।

রাতে একটা ম্যাসেজ রিকুয়েষ্ট আসলো, "আমরা কি কাল একসাথে শাটলে করে ক্যাম্পাস যেতে পারি? কিছু কথা ছিল।"

উত্তর দেইনি। কারণ আমি আর কারো সাথে শাটলকে অভ্যাস করতে চাই না। কিছু কিছু মানুষ একাই সুন্দর। মৌমিতারা ভালো থাকুক। হাতে গোলাপ ফুল নিয়ে প্রেমিকের কাঁধে মাথা রেখে। ভালোবাসা হয়তো সুন্দর। নিজের মানুষটাকে অন্যের কাছে দেখার আগে।

রিফাত খন্দকার

কলা অনুষদ, চবি।

#শাটল_গল্প

#shuttle_golpo


I first met Moumita on the shuttle. Flowers are beautiful. And beautiful lover's head. Even a flower's life is over. Tearing flowers would never have been possible for me. I am not in favor of plucking flowers. Those lovers who took flowers and gave them to their girlfriends, those lovers were thought of as murderers.


I fell in love too. I read in an extreme way. I will return home after class. The four o'clock shuttle is very crowded. So I go by bus. Why did I get on the shuttle even in the midst of such a crowd that day? In the middle of the compartment, a group of students is singing. Some are laughing with a friend, maybe, or about something funny. no seat Must stand up. I am standing


Suddenly I noticed two eyes staring at me. I looked too. Black eyes. A look is full of illusion. A poet got excited and forgot the words while writing the simile of the eye. How the pains of the crowd turned into happiness in an instant. What kind of magic is this in the eyes?


I looked again. He looked too. The train is sixteen by then. He went down to Sholashahar. I'm about to go. I was very hesitant. I didn't go after that. I went down too. I have never been so interested in anything. I looked left and right. I looked for the girl. I didn't see it anywhere else. The only thing that was obvious was that she was wearing olive-colored clothes.


I was very disappointed and sat at Sholshahar station. I took tea. While drinking tea, I kept scrolling on Facebook. Just then, a small boy touched his back and said, brother, that aunt is calling you. I returned One! She is that girl. I went closer and said if you are lost, why did you look with so much emotion?


He said this is your feeling of the day. It's been 57 days for me. mean? This means, I'm looking at you, its time is 57 days. I was nervous. I didn't say anything else. I said I feel hungry, let's eat something. He said, I am Maumita. I said I am Soumik.


That day he told me, I have been watching you for 57 days. I actually liked you. I was watching, whether you mix with a girl or not! He laughed for a while. Say, I don't socialize with girls that much. I go to class. I don't get much time to stay on campus. Tuition, and coaching, have to be done.


Since then I have not returned to the city by bus. By shuttle every day. with the girl I have a very good relationship with him. We now call each other you. I have never enjoyed a moment of such beautiful serenity. After all the tiredness of time, at least thinking about him was the most beautiful moment in the world.


21-03-2019. I missed the 4 o'clock shuttle that day. So I had to catch the 5:30 shuttle. I could somehow get into the last compartment of the shuttle. But I have never boarded a shuttle to see such a sight. I saw Moumita lying with her head on the shoulder of a boy. A half-dried rose in hand. I couldn't believe it. I felt like I was going to die. My world was going dark. So many beautiful moments are floating before the eyes.


I didn't do any syncretic that day. Because we have never told anyone that we love each other. It's his choice. Thinking that my choice might change, I ended the shuttle journey standing at the door. Time does not pass. The last time we met was at the station. He was shocked and said, Hey Soumik! how are you I said, if the flower in your hand was on a tree, it would have been alive.


He said, his girlfriend gave it. I said girlfriends can be murderers. Did he say in surprise, mean? I said a lover does something as bad as tearing a flower for his lover. I didn't say anything that day. I came Blocked Moumita's Facebook ID and number on coming home.


At night a message request came, "Can we take the shuttle to campus together tomorrow? We had something to talk about."


I didn't answer. Because I don't want to practice the shuttle with anyone else. Some people are beautiful alone. May Maumita be well. Head on lover's shoulder with a rose flower in hand. Love may be beautiful. Before seeing your man to others.


Rifat Khandkar

Faculty of Arts, Chabi.

Post a Comment

0 Comments