Society goes in the opposite direction
সমাজ চলে উল্টো দিকে,
আমি চলি সোজা।
আমার কথা নিতে চাইনা কানে,
আমায় ভাবে সবাই বোকা।
ভালো কথা বললে,
সবাই খারাপ ভাবে।
তারপরেও বলে যাবো,
খারাপ ভাবুক তবে।
ডিজে গানে যাবেনা,
বললাম এক পড়শীকে।
সে আমায় শুনিয়ে দিলো কত কথা,
আংগুল তুলে আমার দিকে।
উপদেশ নই দায়িত্বের খাতিরে,
বললাম আসো যাই নামাজে।
সে আমায় উল্টো ভেবে,
বললেন মানুষ আমি বাজে।
বললাম গানের শব্দ ছোট করো,
পড়ছি আমি নামাজ।
সে আমায় ধমক দিয়ে,
বললো নাই আমার লাজ।
যাকে দিতে যায় উপদেশ,
ফিরে আসবে সৎ পখে।
আমি নাকি বক বক করি,
চলবে তারা নিজের মতে।
রচয়িতা: সৈয়দ শাহাদাত হোসাইন
সমাজ চলে উল্টো দিকে
Society goes in the opposite direction,
I walk straight.
Don't want to listen to me
Everyone thinks I'm stupid.
If you speak well,
Everyone thinks badly.
I will say though,
But think bad.
Don't go to DJ music.
I told a neighbor.
He told me how many things
Pointing at me.
Not advice for duty's sake,
I said let's go to prayer.
He thought of me as the opposite.
He said that I am a bad person.
I said lower the sound of the song,
I am praying.
He scolded me.
Shame on me for not saying.
To whom to give advice,
Will return to the honest side.
Do I babble,
They will go according to their own will.
0 Comments