Ticker

6/recent/ticker-posts

শীতের চবি এবং শাটল যাত্রার প্রেমে যে পড়বে না

 শাটল গল্প ০৫:

শীতের চবি এবং শাটল যাত্রার প্রেমে যে পড়বে না


আমরা যারা সিঙ্গেল তাদের জন্য শাটলের চিত্রটা কেমন!

ক্লাস থাকলে রোজ সকালেই শাটলে করে ক্যাম্পাসে যাওয়া হয়। তুমুল ভীড় না হলেও মোটামুটি অনেকজনই উঠে। এর ভিতর কেউ কেউ কাপলসহ উঠে, কেউ কেউ বান্ধবী, কেউ কেউ আজন্ম সিঙ্গেল। একা একলা সীট। কেউ কেউ তো এতটাই সিঙ্গেল, যার কোনো বান্ধবী বা বন্ধুই নাই।

রোজ দিনকার মতো ঐদিনও সকাল সকাল শাটলে করে ক্যাম্পাসে রওয়ানা হলাম। তখন শীতকাল। চারিদিকে কুয়াশায় ঢাকা। প্রচন্ড ঠান্ডা। শাটল চলছে কুয়াশা ভেদ করে। জানালা দিয়ে তাকালে মনে হচ্ছে এ কোন প্রকৃতি, যা আমার স্বপ্নের মতো। শাটল ধীর গতিতে চলছে।

আমার সেদিন ইনকোর্স ছিল। তাই নোট পড়তেছিলাম। আমি যে সীটে বসছি এখানে একটা আপু বসছে। এই সীটের সামনে দু'জন ছেলে বসছে। শাটল ছাড়ার প্রায় ১৫ মিনিট পর আপুটি আমাকে সামনের সীটে বসে থাকা ভাইয়াটিকে দেখিয়ে বলল, আপনি কি উনার সীটে যাবেন? উনাকে এই সীটে বসতে দিন প্লিজ!

আমি তখন বিশ্ববিদ্যালয়ে ফাস্ট ইয়ার কন্টিনিউ করছি। যে যা বলতো তাই শুনতাম। চবিতে র‍্যাগ ছিল না যদিও। তবুও এই ভয় আমার ভিতর কাজ করতো। সব ফ্রেশারদেরই এই ভয়টা কাজ করে। সব চিন্তা শেষে সীট বদল করলাম। তারা একসাথে বসলো। আমি আমার মতো পড়ছি। হঠাৎ করে তাদের দিকে লক্ষ্য করলাম যে, একই চাদরে তারা ঢুকে গেল। তারা এক সাথে মিশে গেল। আর আমি মনে মনে ভাবছি, এটা কী হল!!!!!

আমিও তো উনার পাশে ছিলাম। আমাকে কেন তার চাদরে নিল না।😔

সীট থেকে উঠে গিয়ে শাটল ট্রেনের দরজায় দাঁড়ালাম। বাইরে তাকালাম। আহা প্রকৃতি। এত সুন্দর! শীতের চবি এবং শাটল যাত্রার প্রেমে যে পড়বে না। সে কখনো প্রেমিক হতে পারবে না। কারণ তার তো প্রেমিক মন নেই। সোজা কথা সে ভালোবাসতেই জানে না।

তবে সেদিন আমার একটাই আফসোস। আপুটি আমাকে কেন চাদরের ভিতর না নিয়ে ভাইয়াটিকে নিল। কী নেই আমার মাঝে! 

একদিন ক্লাস শেষে খেয়াল করলাম, সেই ভাইয়া-আপু কলা ঝুপড়িতে এক সঙ্গে বসে আছে। বুঝতে পারলাম তারা একে-অপরের জান্টু-মান্টু। সেদিন বুঝতে পারছি যে, আপুটি আমাকে কেন চাদরের ভিতর নেয়নি। কিন্তু হ্যাঁ, ঐদিন শাটলের এই রোমান্টিক দৃশ্যটি যদি ফ্রেম বন্দী করতে পারতাম, সেই ছবিটি হয়তো শ্রেষ্ঠ হতো। কত সুন্দর ছিল! কত গভীর ছিল! মিশে গিয়েছিল দুই থেকে এক।❤️

মিশকাত আহমেদ

বায়োলজি ফ্যাকাল্টি

#শাটল_গল্প

#shuttle_golpo


Shuttle Story 05:

How about a shuttle for those of us who are single?


If there are classes, the shuttle goes to the campus every morning. Although not a huge crowd, quite a lot of people get up. Some of them come with couples, some with girlfriends, some are single. A single seat. Some are so single that they don't have any girlfriends or friends.


Like every day, I left for the campus in the morning by shuttle. It was winter. All around covered in fog. very cold The shuttle moves through the fog. Looking through the window, it seems like nature, which is like my dream. The shuttle is moving slowly.


I had a course that day. So I was reading the notes. A sister is sitting in the seat where I am sitting. Two boys are sitting in front of this seat. About 15 minutes after leaving the shuttle, aunty showed me the brother sitting in the front seat and said, will you go to his seat? Let him sit in this seat, please!


I was doing fast year continuation at the university. I listened to whatever he said. Chubby didn't have rags though. Yet this fear worked within me. All freshers have this fear. After thinking about it, I changed my seat. They sat together. I'm reading like me. Suddenly I noticed that they entered the same sheet. They merged together. And I'm thinking to myself, what happened!!!!!


I was also by his side. Why didn't he take me under his cloak? 😔


I got up from the seat and stood at the door of the shuttle train. I looked outside. Oh, nature. So beautiful! Who wouldn't fall in love with the winter chubby and shuttle rides? He can never be a lover. Because he doesn't have a loving heart. He simply does not know how to love.


But I have only one regret that day. Why didn't you take me under the blanket and took the brother? What is not in me?


One day after class, I noticed that my brother and sister were sitting together in the banana hut. I realized that they are each other's jaunt-mantu. That day, I understand why you did not take me under the bed. But yes, if I could have captured this romantic scene in the shuttle that day, the picture would have been better. How beautiful it was! How deep it was! Two to one were mixed.❤️


Mishkat Ahmed

Faculty of Biology

Post a Comment

0 Comments