শাটল গল্প ০৪:
ভুলতে পারছিনা চবিকে, শাটলকে, ভাইয়ার উদারতাকে, শাটলের গানকে
প্রথম যখন আব্বুকে সাথে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এডমিশন পরীক্ষা দিতে এসেছি, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের সব রোডই অপরিচিত ছিল। চট্টগ্রামে আমাদের আত্মীয় নেই। এমনকি চট্টগ্রামে আসার কখনো প্রয়োজনও হয়নি।
রংপুর শহরেই সব কিছু। বড়জোর ঢাকা পর্যন্ত। আব্বু একটা মুদি দোকান চালান। আব্বুর তো প্রয়োজনই পড়ে নাই চট্টগ্রামে। এডমিশনের দু'দিন আগে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম স্টেশন পৌছালাম। এরপর কী করবো বুঝতে পারছিলাম না আমরা। তখন এসোসিয়েশন চিনতাম না, বুঝতাম না। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর বুঝতে পেরেছি।
স্টেশনে অবস্থান করা অনেককেই আব্বু জিজ্ঞেস করতেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার পথ। তার ভিতরে অনেকেই আমার মতো ক্যান্ডিডেট। এক পর্যায়ে একটা ভাইয়াকে আব্বু জিজ্ঞেস করলো। উনি বললেন, আমিও যাবো। আমার সাথেই আসুন।
আমরা লক্ষ্য করলাম উনি স্টেশনের ভিতরে যাচ্ছে। আব্বু বলল— এই যে, আপনি হয়তো ভুল শুনেছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবো। একটু লোকেশনটা বলবেন। তিনি বললেন — হ্যাঁ আঙ্কেল আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই যাবো। আমাদের নিজস্ব শাটল ট্রেন আছে। যাতে করে এখান (বটতলী স্টেশন) থেকে ডিরেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে পারবেন। চলুন।
আমরা অবাক হলাম। অনেক মানুষ। দাড়িয়ে যেতে হয়েছিল। প্রায় ১ ঘন্টা পর আমরা পৌঁছালাম। দেখলাম হ্যাঁ সঠিক জায়গাই আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগেই ডিসিশন নিয়েছিলাম, এখানকার কোনো একটা মসজিদে আমরা রাতটা কাটাবো। এক্সাম শেষ করে আবার চলে যাবো।
ভাইয়াটা আমাদের বললেন, থাকবেন কোথায়? পরিচিত কেউ আছে? আব্বু বলল, না বাবা। ভাইয়াটা বলল, তাহলে আসুন আমার সাথে। আমার বাসায় থাকবেন। আমরা খুশি হয়েছিলাম। জায়গাটার নাম সম্ভবত সাউথ ক্যাম্পাস। ভাইয়া আমাদের সন্ধ্যার সময় অনেকগুলো জায়গা ঘুরিয়েছিলেন। শহীদ মিনার, কলা ঝুপড়ি, লেডিস ঝুপড়ি, কেন্দ্রীয় মাঠ, ল-ফ্যাকাল্টি, ইত্যাদি। এসব দেখে আব্বু আমাকে বলছিল, এখানে তোমাকে টিকতে হবে সাঈদ। কিন্তু ভাগ্য সহায় হয় নাই। আব্বুর কথা রাখতে পারি নাই।😥
পরীক্ষা শেষে ফিরে যাওয়ার সময় আমরা যেই বগিতে উঠেছিলাম, সেই বগিতে কিছু ভাইয়া-আপুরা গলা ছেড়ে গান গাইছিলেন। কেউ শাটলের গায়ে বাজনা বাজাচ্ছিলেন। সব মিলিয়ে একটা উচ্ছ্বাস জমে ছিল। আব্বুর মন খারাপ ছিল। কারণ আমি এই রঙিন শাটলে আজকের পর আর উঠতে পারবো না। নিজের করে পাইনি।
আমি এখনো কিছুতে ভুলতে পারছিনা চবিকে, শাটলকে, ভাইয়ার উদারতাকে, শাটলের গানকে।
একজনমের দুঃখই থেকে গেল আমার চবির প্রতি। আমার জন্য দোয়া করবেন। হয়তো আমি আবার ঘুরতে আসবো। আসবোই। কারণ চবি আমার ভালো লাগার স্থান।❤️
আবু সাঈদ হোসাইন
না পাওয়া চবি প্রেমিক।
#শাটল_গল্প
#Shuttle_golpo
Shuttle Story 04:
When I first came to Chittagong University with my father to take the admission test, Chittagong University and all the roads of Chittagong were unfamiliar. We have no relatives in Chittagong. It was never even necessary to come to Chittagong.
Everything in Rangpur city. Bigger up to Dhaka. Dad runs a grocery store. Father is not needed in Chittagong. I reached Chittagong station by train from Dhaka two days before admission. We did not know what to do next. I didn't know the association then, I didn't understand it. I understood after reaching university.
Abbu used to ask many people staying at the station, on the way to Chittagong University. Many of them are candidates like me. At one point, father asked a brother. He said I will go too. come with me
We noticed him going inside the station. Abbu said - That is, you may have heard wrong. We will go to Chittagong University. Tell me the location. He said — Yes, uncle, we will go to Chittagong University. We have our own shuttle train. So that you can go directly to Chittagong University from here (Battali Station). let's go
We were surprised. many people Had to stand up. After about 1 hour we reached. Yes, I am coming to the right place. The University of Chittagong. We had already decided that we will spend the night in one of the mosques here. I will go again after finishing the exam.
The brother told us, where will you stay? Is anyone familiar? Father said, no father. The brother said, then come with me. stay at my house We were happy. The name of the place is probably South Campus. Bhaiyya took us around many places during the evening. Shaheed Minar, Banana Hut, Ladies Hut, Central Ground, Law Faculty, etc. Seeing this, Abbu was telling me, you have to survive here Saeed. But luck did not help. I could not keep my father's word
On the way back after the exam, in the compartment we boarded, some brothers and sisters were singing loudly. Someone was playing on the shuttle. All in all, there was a sense of excitement. Dad was upset. Because I can't get on this colorful shuttle after today. I didn't get it myself.
I still can't forget Chubi, shuttle, brother's kindness, and shuttle's song.
Ekham's sadness remained for my chibi. pray for me Maybe I will visit again. I will come Because Chabi is my favorite place.❤️
Abu Saeed Hossain
Missing Chubby Lover.

0 Comments